নিজের বাগানের গোলাপ থেকে খাঁটি নির্যাস তৈরি করেন এই কৃষক, নেই এতটুকু কৃত্রিমতার ছোঁয়া
দ্য ওয়াল ব্যুরো: মোঘল যুগে রাজা বাদশাদের প্রেম থেকে শুরু করে সাম্প্রতিক ভ্যালেন্টাইন দিবস, গোলাপ ফুলের (rose) চাহিদা বরাবরই একইরকম থেকেছে সব যুগেই। শুধু গোলাপ ফুলই নয়, গোলাপের পাপড়ির নির্যাস থেকে তৈরি গোলাপ জলও (rose water) রূপচর্চা সহ…