বেহাল সল্টলেকের বহু রাস্তা, তৃণমূল কাউন্সিলর আঙুল তুললেন নিজেদের পুর বোর্ডের দিকে
দ্য ওয়াল ব্যুরো: কোথাও রাস্তা মসৃণ, কোথাও আবার জলের পাইপ বসানোর জন্য খোঁড়া রাস্তা মেরামতই হয়নি। অজস্র খানাখন্দ আর জমা জল নিয়ে পড়ে আছে রাস্তা। ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। ক্ষতি হচ্ছে যানবাহনের। বহু ফুটপাথ হাঁটার অযোগ্য। ভয়ে ভয়ে রাস্তা দিয়েই…