ঝাড়গ্রামে হাতির উৎপাতে অতিষ্ঠ মানুষ পথে নামলেন, রাজ্য সড়ক অবরোধ দিনভর
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: প্রতিদিন রাত হলেই গ্রামে ঢুকে পড়ছে হাতির পাল। ভেঙে ফেলছে মাটির ঘরবাড়ি। বাড়ির উঠোনে রাখা ধানের গোলা থেকে সাবাড় করে দিচ্ছে ধান। অভিযোগ, দলমার হাতির দল গ্রামে ঢুকলে বন দফতরকে খবর দিলেও হাতি তাড়ানোর কোনও উদ্যোগ…