লালকেল্লায় প্রথম তেরঙা উত্তোলনকারী শাহরুখের দাদু! ভুলে গিয়েছে দেশবাসী
দ্য ওয়াল ব্যুরো: তিনি বলিউডের বাদশা। হিন্দি সিনেমা জগতে তাঁর অবদান অস্বীকার করবেন না কেউই। বিশ্বের মানচিত্রে ভারতীয় সিনেমাকে যতজন তুলে ধরেছিলেন, সেই তালিকায় সত্যজিৎ রায়, মৃণাল সেনদের পরে নাম থাকবে শাহরুখ খানেরও (Shah Rukh Khan)। কিন্তু বহু…