কলকাতায় গণপরিবহণ চালু কাল থেকে, এদিকে পেট্রোলের আগুন দাম! ভাড়া বাড়াল উবার
দ্য ওয়াল ব্যুরো: গত দেড় মাসে ধরে একটানা দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলের৷ প্রতিদিনই যেন রেকর্ড দাম বাড়ছে। এর জেরে দেশের একাধিক শহরে পেট্রোলের দাম পেরিয়েছে লিটারপ্রতি ১০০ টাকা। কোথাও কোথাও ১০৫ টাকাও হয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ মুম্বই,…