‘রাহার সঙ্গে সময় কাটাতে চাই’, সিনেমা জগতকে বিদায় জানাচ্ছেন রণবীর!
দ্য ওয়াল ব্যুরো: ৮ মার্চ, বুধবার মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের (Ranbir kapoor) নতুন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কড়’। এই প্রথম শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতাকে। বহুদিন পর রম-কম জঁরে ফিরেছেন রণবীর। তাই ছবিটি নিয়ে যথেষ্ট আশাবাদী…