ফাইনাল শুরু কিছুক্ষণেই, আজ মোতেরায় আবহাওয়া কেমন, সম্ভাব্য একাদশ কী, জানুন খুঁটিনাটি
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে আইপিএল ফাইনালের (IPL 2022) প্রথম বল গড়াবে। তার আগেই ফুটছে ক্রিকেটপ্রেমীরা। ফাইনালে গুজরাত ও রাজস্থান দুই দলের কাছেই আজ ট্রফি জেতার স্বপ্ন! এখন দেখার কার হাতে…