Sealdah: শিয়ালদহ প্রফুল্লদ্বার ভেঙে তিনতলা মার্কেটের পরিকল্পনা রেলের, আপত্তি লাগোয়া গির্জার
দ্য ওয়াল ব্যুরো: শিয়ালদহ স্টেশনের (Sealdah) প্রফুল্ল দ্বার খোলার আর কোনও সম্ভাবনা নেই। রেল কর্তৃপক্ষ আগেই তাঁদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। বুধবার রেলের তরফে 'দ্য ওয়াল'কে জানানো হয়েছে, সেখানে তিনতলা বাজার তৈরি করতে চান তাঁরা। যেখানে…