রেলে ৩ লাখ পদ শূন্য, বাংলায় খালি ৫০ হাজার, হাওড়া, শিয়ালদহে লোকাভাব তীব্র
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রধানমন্ত্রিত্বের সময়ে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে প্রায়ই রেলের (Rail) প্রসঙ্গ টানেন। নতুন মেট্রো রুট থেকে বন্দেভারত ট্রেন, মোদীর হাতে শিলান্যাস এবং উদ্বোধনই যেন দস্তুর।…