ভারতকে টক্কর দিতে চিন থেকে জে-১০সি কিনেছে পাকিস্তান, রাফালের ধারেকাছেই আসে না
দ্য ওয়াল ব্যুরো: ফরাসী যুদ্ধবিমান রাফাল চলে এসেছে ভারতের হাতে। এস-৪০০ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিও পেয়ে গেছে ভারত। তাই এখন সমানে সমানে টক্কর দেওয়ার চেষ্টায় চিন থেকে জে-১০ সি যুদ্ধবিমান কিনে ফেলেছে পাকিস্তান। ২৫টি যুদ্ধবিমানের সম্পূর্ণ…