দেশে আজ থেকেই বুস্টার ডোজ, তিন নম্বর টিকা পাবেন বয়স্করা, খুঁটিনাটি জেনে নিন
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে আজ থেকেই শুরু হতে চলেছে কোভিডের বুস্টার বা প্রিকশনারি ডোজের টিকাকরণ। আজ থেকে বয়স্করা ভ্যাকসিনের তিন নম্বর ডোজ পাবেন। ৬০ বছর বা তার বেশি বয়সি নাগরিক যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের এই টিকা দেওয়া শুরু হবে সোমবার থেকে।…