প্রত্যাঘাত হানতেই ব্যর্থ, চিনের প্রাচীর কিয়ানের কাছে হেরে পদক খোয়ালেন বক্সার পূজা
দ্য ওয়াল ব্যুরো: নুন্যতম লড়াই টুকু করতে পারলেন না। বক্সিংয়ে পদক জিতে আশা দেখিয়েছিলেন অসম কন্যা লভলিনা। ভাবা গিয়েছিল হরিয়ানার মেয়ে পূজা রানি কোয়ার্টার ফাইনাল জিতে পদক আনবেন। কিন্তু শনিবার চিনের প্রাচীর লি কিয়ানের কাছে সহজেই হারলেন ভারতের এই…