কলকাতা, দিল্লি না মুম্বই! দেশের সবচেয়ে দূষিত শহর কোনটি?
দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর সবচেয়ে দূষিত (pollution) দেশের তালিকায় ভারত (India) এখন অষ্টম স্থানে। আগে পাঁচ নম্বরে ছিল। এখন দূষণের মাত্রা কিছুটা কমায় ক্রমসংখ্যায় নেমে এসেছে। তবু এটা মোটেই সুখের খবর নয়। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুস্থ…