বারুইপুর পুলিশ সুপারের অফিসে করোনার থাবা, সুপার সহ আক্রান্ত ১৮
দ্য ওয়াল ব্যুরো: জেলায় জেলায় আছড়ে পড়েছে করোনা ঝড়। কোভিড হানা দিয়েছে পুলিশ মহলেও। লালবাজারে একের পর এক পুলিশ কর্মীর আক্রান্ত হওয়ার খবর মিলছে। করোনা এবার থাবা বসিয়েছে বারুইপুর জেলার পুলিশ সুপারের অফিসেও। খোদ সুপার সহ কোভিড পজিটিভ ১৮ জন…