শান্তিপুরে ঘুরে বেড়াচ্ছিল হারিয়ে যাওয়া শিশু! জামায় লেখা ছিল ফোন নম্বর, তার পর…
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাত দশটা। হাড় কাঁপানো শীত, তার মধ্যে শান্তিপুর স্টেশন চত্বরে উদভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিল একটা ছোট ছেলে। তাকে তড়িঘড়ি শীতবস্ত্র পরিয়ে দিতে গেলেন আরপিএফরা, কিন্তু খেয়াল করলেন জামার উপর ডট পেন দিয়ে লেখা একটি…