আমি একদম শক্ত আছি, চিন্তা করবেন না: গুজব উড়িয়ে বার্তা পেলের
দ্য ওয়াল ব্যুরো: ফুটবল মাঠে তাঁর খেলা দেখা জন্য মুখিয়ে থাকতেন মানুষ। দেশের হয়ে জিতেছেন তিনটে বিশ্বকাপ। বিশ্বের আর কোনও ফুটবলারের নামের পাশে এই কৃতিত্ব লেখা নেই, সেই পেলে জীবনের লড়াইয়ে হেরে যাবেন? ভক্তদের আকুল প্রার্থনা যেন কাজ দিয়েছে…