জল-যন্ত্রণায় দিশাহারা পটাশপুর, ভগবানপুর, পুজোর আনন্দ ভেসেছে বন্যায়
দ্য ওয়াল ব্যুরো: মহালয়া এসে গেলেও এবার মন ভাল নেই পূর্ব মেদিনীপুরের (East Midnapore) বিস্তীর্ণ এলাকায়। অন্যান্য বছর এমন সময়ে এলাকাজুড়ে সাজো-সাজো রব পড়ে যেত। শিউলির গন্ধে, ধানখেতের সবুজে নেচে উঠত মন। গ্রামীণ শারদোৎসবের আসন্ন আনন্দে মুখর…