ভিসা সমস্যা কাটল পাকিস্তানের, বাবররা বুধবারই আসবেন ভারতে
দ্য ওয়াল ব্যুরো: ভারতে বিশ্বকাপে আসার দু’দিন আগেও পাকিস্তান (Pakistan) ক্রিকেটারদের ভিসা (Visa) নিয়ে জটিলতা ছিল। সেই সমস্যা কেটে গিয়েছে সোমবার সন্ধ্যার মধ্যেই। বুধবারই রাতের বিমানে ভারতে আসবেন বারব আজমরা। মঙ্গলবারই হাতে ভিসা পেয়ে যাবেন…