‘ভগবান’ সমুদ্রস্নানে যাবেন, টানা ৫ ঘণ্টা বন্ধ রইল এই বিমানবন্দরের যাবতীয় উড়ান
দ্য ওয়াল ব্যুরো: ভগবান স্নানে যাবেন। সে একবারে সাজো-সাজো রব। এলাহি আয়োজন তার জন্য। বাদ্যি-বাজনা, কাঁসর-ঘণ্টা তো আছেই, রয়েছে সোনা-রুপোর গয়নায় ঢাকা হাতির দল। আর রয়েছেন অগণিত ভক্ত। বিশাল শোভাযাত্রা (procession) সহকারে স্নান করতে যাবেন স্বয়ং…