কী সুর বাজে আমার প্রাণে
শক্তিপদ ভট্টাচার্য
প্রয়াগরাজ
কত মানুষ এলেন, কত দান-ধ্যান করলেন, সাধুদের প্রণামী দিলেন, কেউ আবার মাথা মুণ্ডন করে চুলটাও দিয়ে দিলেন। ছোটোবেলায় ইতিহাস বইয়ে পড়েছিলাম, প্রয়াগে রাজা হর্ষবর্ধন এসে অকাতরে দান করতেন। এমনকী নিজের দামী বস্ত্রটিও দান…