তবু কেবলই দৃশ্যের জন্ম হয়: আমার স্বাধীনতা
রাজদীপ্ত রায়
স্বাধীনতার পঁচাত্তর বছরে একগাল উদাসীন "তোঃ!" ছুঁড়ে পাশ ফিরে বসা বাদে আমার আর বিশেষ কিছুই করার বা বলার নেই। চুয়াত্তরেও ছিল না। ছিয়াত্তরেও যে থাকবে না, সে বিষয়েও এই অর্ধশতাব্দী ধরে আজন্ম ভারতবাসী আমি স্থির নিশ্চিত।
…