Dipa Karmakar: আচমকা নির্বাসিত দীপা কর্মকার, অবসরের পথে হাঁটতে পারেন অলিম্পিক জিমনাস্ট
দ্য ওয়াল ব্যুরো: দীপা কর্মকারের (Dipa Karmakar) ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। তাঁকে আন্তর্জাতিক জিমনাস্টিক্স (Gymnastics) সংস্থার তরফে নির্বাসিত করা হয়েছে। তিনি বহুদিন ধরে জিমনাস্টিক্স আঙিনার বাইরে রয়েছেন। সেই বিষয়ে কাউকে জানাননি, সেটাই কারণ…