নীরজকে ‘আদর্শ’ মেনেছিলেন পাকিস্তানের নাদিম, কেন মুছে দিলেন সেই টুইট?
দ্য ওয়াল ব্যুরো: দুই সতীর্থের মধ্যে বন্ধুত্ব ভালই। নীরজ চোপড়া সোনা জেতার পর পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম তাই টুইটারে অভিনন্দন জানিয়েছিলেন ভারতীয় অ্যাথলিটকে। কিন্তু কয়েক ঘণ্টার পরেই সেই টুইট তিনি মুছে দেন। নতুন করে আবার…