সৌমিত্রবাবু বই পাঠিয়েছিলেন আসানসোলের বৃদ্ধাশ্রমে, স্মৃতি আঁকড়ে শোকার্ত আবাসিকরা
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলের একটি বৃদ্ধাশ্রমের কয়েকজন আবাসিক আবেদন করেছিলেন কয়েকটি বইয়ের জন্য৷ সেই খবর পেয়েই নিজের পড়া অনেক বই বৃদ্ধাশ্রমে দান করেছিলেন স্বয়ং সৌমিত্র চট্টোাপাধ্যায়। অভিনেতার প্রয়াণে এখন সেই স্মৃতি আঁকড়েই বসে আছেন…