আট কিশোরী মিলে প্রৌঢ়কে কুপিয়ে খুন! টরন্টোয় হাড় হিম করা ঘটনা
দ্য ওয়াল ব্যুরো: টরন্টোতে (Toronto) এক প্রৌঢ়কে (old man) কুপিয়ে খুন (murder) করার অভিযোগ উঠল আটজন কিশোরীর (teenage girls) বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, ওই আটজনকেই গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ,…