আজ স্নানের দিন
অদিতি বসুরায়
(১৩)প্রায় ছয় মাস ভুগেছিল বাবা। সিরোসিস অফ লিভার-এ। কেমন ঝিম ধরে থাকত, চুপচাপ হয়ে গিয়েছিল। অতিরিক্ত মদ্যপানে যা হয়ে থাকে। কোনও নিষেধ গ্রাহ্য করত না। বিকেল থেকে সেদিন বাবা খুব কথা বলছিল— চা খেতেও ওঠেনি। তারপর ঘুমিয়ে পড়ল।…