কালীঘাটে উদ্ধার বস্তা-বস্তা পোড়া টাকা! কুড়োতে হুড়োহুড়ি স্থানীয়দের, উত্তেজনা ও রহস্য এলাকায়
দ্য ওয়াল ব্যুরো: বস্তায় বোঝাই করা থরে থরে পোড়া ও আধপোড়া টাকা উদ্ধার হল কালীঘাটে! রবিবার দুপুরের এই ঘটনায় গোটা এলাকায় তোলপাড় পড়ে গিয়েছে। জানা গেছে, রাস্তায় নাকি পড়েছিল ওই বস্তা। খবর পেয়েই সবাই ওই পোড়া নোট থেকেই ভাল টাকা কিছু আছে কিনা…