রায়গঞ্জে ফিল্মি কায়দায় লরিকে ধাওয়া! উদ্ধার হল ৫০ লাখের বার্মা সেগুন কাঠ
দ্য ওয়াল ব্যুরো: খবর আগে থেকেই ছিল। আর সেই মোতাবেক একটি লরি ধাওয়া করেই সাফল্য মিলল রায়গঞ্জ বনবিভাগের। ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর তখন একেবারে হইহই কাণ্ড! বেশ খানিকক্ষণ লরিটিকে ধাওয়া করার পর ইটাহারের কাছে সেটিকে ধরতে সক্ষম হয় বনবিভাগের…