বিপদসীমার উপরে জল বইছে তিস্তায়, ফুলেফেঁপে উঠেছে জলঢাকাও! উত্তরবঙ্গে বন্যার সিঁদুরে মেঘ
দ্য ওয়াল ব্যুরো: অতিবর্ষণে বেহাল উত্তরবঙ্গ (North Bengal)। বিপদসংকেতের উপর দিয়ে বইছে তিস্তা নদীর (Teesta River) জল। জারি হয়েছে হলুদ সতর্কতা (Flood)। এবার নড়েচড়ে বসল প্রশাসন। নদী বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখতে রাতেই গ্রাউন্ড জিরোতে পৌঁছে…