নিপা আতঙ্কে পচে গিয়েছে হাজার হাজার পেটি ফল, বন্ধের মুখে হিমঘর
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: একদিকে নিপা ভাইরাসের আতঙ্ক। অন্য দিকে, আপেলে মোমের প্রলেপ। আতঙ্কের এই জোড়া ফলায় ধস নেমেছিল ফলের বাজারে। সাবধান হতে ফল খাওয়াই বন্ধ করে দেন ক্রেতাদের একটা বড় অংশ। ফলে হাজার হাজার পেটি আপেল লেবু পচে নষ্ট হয়ে গেছে…