জীবনের সেরা থ্রো নীরজের, ফিনল্যান্ডে ইতিহাস ছুঁলেন ভারতের ‘সোনার ছেলে’! তবু সোনা এল না
দ্য ওয়াল ব্যুরো: জীবনের সেরা থ্রো-টি করলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিকে যে থ্রো তাঁকে সোনা এনে দিয়েছিল, এই থ্রো তাকেও হার মানিয়েছে। দূরত্বে টোকিওকে আরও কয়েক কদম পিছনে ফেলে দিয়েছেন নীরজ। গড়ে ফেলেছেন জাতীয় রেকর্ড।
…