‘বাঙাল দ্য গ্রেট’, কলকাতা ডার্বিতে বাঁটুলকে ইস্টবেঙ্গল সাজিয়ে শিল্পীর অমর ফুটবল প্রেম
দ্য ওয়াল ব্যুরো: নারায়ণ দেবনাথের ফুটবল প্রেম কী খুব গভীর ছিল? কিংবদন্তির শিল্পীর মৃত্যুর দিন তিনেক বাদেও সেই প্রশ্ন উঠছে, আর সেটি খুব স্বাভাবিকই। তিনি নিজের বহু সৃষ্টিতে ফুটবল মাঠের ছবি নকশা করেছিলেন। বাঁটুলকে তিনি সেই খেলার সর্বময় চরিত্র…