শহিদের তালিকায় শতাধিক যুবক, তবুও এই গ্রামের ঘরে ঘরে ফৌজি
রূপাঞ্জন গোস্বামী
পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে ৩৯ কিলোমিটার দূরে আছে 'সৈদপুর'(Army Village)। গ্রামটির নাম শুনলেই ছাতি চওড়া হয়ে যায় ভারতের সেনাবাহিনীর। কারণ যুগ যুগ ধরে এই সৈদপুর (Saidpur) জন্ম দিয়ে চলেছে, গৌরবোজ্জ্বল বীরগাথার…