শামুকখোলের ঝাঁক আনল বর্ষার বার্তা! লক্ষ্মী আসার আনন্দ ঝাড়গ্রামে
দ্য ওয়াল ব্যুরো: আষাঢ়ের শুরুতেই ঝাড়গ্রামের জামবুনি ব্লকের কেঁদুয়া গ্রামে দেখা মিলল শামুকখোলের। গাছের ডালে ডালে ঝাঁকে ঝাঁকে বাসা বেঁধেছে তারা। কথায় আছে, এদের ডানায় ভর করেই নাকি বাংলায় বর্ষার আগমন ঘটে। আর বর্ষা মানেই তো চাষের মরসুম।…