পুজোর আগে দোকান খোলায় বিধিনিষেধ চান না বর্ধমানের ব্যবসায়ীরা, স্মারকলিপি দিলেন জেলাশাসককে
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: লকডাউন হলে লকডাউন মানবেন। কিন্তু আর সামনের দু’মাসে দোকান খোলার জন্য কোনও বিধি নিষেধ আরোপ করা যাবে না। মঙ্গলবার পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীর কাছে এমনই আবেদন রাখলেন বর্ধমান শহরের ব্যবসায়ী সংগঠনের…