তাপ দিতেই ভ্যানিশ পেনের কালি! মেদিনীপুরের প্রতারণা চক্র দেখে পুলিশও তাজ্জব
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সামান্য তাপ দিলেই ভ্যানিশ হয়ে যাচ্ছে পেনের কালির ছাপ! অভিনব সেই পেনে ভর করেই গজিয়ে উঠেছে প্রতারণা চক্র। মেদিনীপুরের (Medinipur) মারিশদা থানা এলাকায় ইতিমধ্যেই এই প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে…