টিটি-তে গড়াপেটায় অভিযুক্ত সৌম্যদীপ, ‘জয়ী’ মণিকা, দিল্লি হাইকোর্টের নজিরবিহীন রায়
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি হাইকোর্ট নজিরবিহীন রায়ে জানিয়ে দিল, জাতীয় কোচ সৌম্যদীপ রায় টেবল টেনিসে গড়াপেটায় অভিযুক্ত। দেশের নামী তারকা মণিকা বাত্রার অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছিল উচ্চ আদালত। তারা খতিয়ে দেখেছে, সৌম্যদীপ নিজের ছাত্রী সুতীর্থা…