কুস্তিগিরদের আটক লজ্জার, অবিলম্বে মুক্তি দিতে হবে, টুইট মমতার
দ্য ওয়াল ব্যুরো: তাঁরা কুস্তিতে দেশের প্রথম সারির ক্রীড়াবিদ। অলিম্পিক থেকে এশিয়ান গেমস, নানা প্রতিযোগিতায় দেশের জন্য পদক আনেন। তাঁদের হাসিতেই শত আলোয় ভরে যায় আসমুদ্রহিমাচল দেশবাসীর মুখ। আজ সেই দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন…