মাত্র ছ’মাস আগে টেস্টেই ছিলেন অনিশ্চিত, সেই লোকেশই পেলেন ভারতের নেতৃত্ব!
দ্য ওয়াল ব্যুরো: জীবনের কথা কেউ জানে না। কোনসময় কোনদিকে মোড় নেবে, কেউ কি বলতে পারবে! খেলার মাঠও তার ব্যতিক্রম নয়। যে ক্রিকেটারটি কিছুদিন আগে টেস্ট দলেই ছিলেন প্রবল অনিশ্চিত। নানা অঙ্ক চলত তাঁকে দলে নেওয়া নিয়ে। এও বলা হতো, ভারতের ওপেনিং…