কোচের রণকৌশলে বাজিমাত এটিকে-মোহনবাগানের, জিতে চারে উঠে এলেন লিস্টন, মনবীররা
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে হায়দরাবাদকে ২-১ গোলে হারিয়ে এটিকে মোহনবাগান লিগ তালিকায় চারে উঠে এসেছে। বড় কোচ কাকে বলে বুঝিয়ে দিচ্ছেন দলের কোচ জুয়ান ফার্নান্দো। এই তরুণ স্প্যানিশ কোচ বড় ম্যাচের নায়ক কিয়ান নাসিরিকে ব্যবহার করেননি। রয় কৃষ্ণও ছিলেন…