এসএফআই নেতা খুনে অশান্ত কেরল, জেলায় জেলায় কংগ্রেসের উপর হামলা, অফিসে আগুন
দ্য ওয়াল ব্যুরো: কেরলের ইদুক্কি জেলায় ইঞ্জিনিয়ারিং কলেজের এসএফআই নেতা ধীরাজ রাজেন্দ্রন খুনের ঘটনায় অশান্ত গোটা রাজ্য। ছাত্র নেতা খুনের ঘটনায় সিপিএম অভিযোগ করেছে কংগ্রেসের বিরুদ্ধে। পাল্টা কংগ্রেসের অভিযোগ, কেরলের জেলায় জেলায় তাণ্ডব শুরু…