অশরীরী তাড়া করে বেড়াত দিনরাত! ব্যাগের মধ্যে ভূত ধরার যন্ত্র নিয়ে ঘুরতেন লেডি গাগা
দ্য ওয়াল ব্যুরো: ২২ বছর আগের কথা। ২০১০ সালে মার্কিন তারকা লেডি গাগা প্রথম শিরোনামে আসেন অদ্ভুত এক দাবি নিয়ে। তিনি জানান, এক ভূত তাঁর পিছু নিয়েছে। তিনি যেখানেই যাচ্ছেন, সঙ্গে সঙ্গে চলেছে সেও। বড্ড বিরক্তও করছে তাঁকে সারাদিন।
লেডি গাগা…