মহামারীতে ‘লকডাউন’ শব্দটা তাঁর মুখেই প্রথম শুনেছিল ভারত, গৌরী আম্মা যেন ঈশ্বরের আপন মেয়ে
দ্য ওয়াল ব্যুরো: তখন মহামারী চলছে কেরলে। পাঁচের দশকের গোড়ার কথা। প্লেগ, কলেরা, পক্সে জেরবার দক্ষিণের রাজ্যটি। মহামারীতে মড়ক লেগেছে যেন! সেই সময়ে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে লকডাউনের দাবি জানিয়েছিলেন গৌরী আম্মা। সেই প্রথম লকডাউন শব্দটা শুনেছিল…