হুক্কা বার বন্ধ হচ্ছে কর্নাটকে, ২১ বছরের আগে সিগারেট টানলেই কড়া ব্যবস্থা
দ্য ওয়াল ব্যুরো: গুড়গুড় করে আর হুক্কা (Hookah Bars) টানা যাবে না কর্নাটকে। সমস্ত হুকা বারে তালা লাগাচ্ছে কর্নাটক সরকার। তামাক ও তামাকজাত দ্রব্যের নেশা করার ন্যূনতম বয়সও বাড়ানো হচ্ছে। রাজ্য সরকারের নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ বছর বয়স…