ধসে ভাঙল পাহাড়, হুড়মুড়িয়ে পড়ল বাড়ির উপর! হাত ধরাধরি করেই মৃত্যু ছোট্ট দুই বোনের
দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের (Karnataka) পাহাড়ে তুমুল ধস (Landslide) নেমেছিল মঙ্গলবার। তাতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ধসে পড়া পাহাড়ের স্তূপের মধ্যে থেকে দুই বোনের (sisters) মৃতদেহ পাওয়া গেছে। দুজন দুজনের হাত ধরেছিল শেষ মহূর্ত…