শেষ মুহূর্তের ম্যাজিক, কাউকোর গোলে বাঁচল এটিকে মোহনবাগান
দ্য ওয়াল ব্যুরো: জোর বাঁচল এটিকে মোহনবাগান। তারা শনিবার কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ২-২ ড্র করেছে। একেবারে শেষ সময়ে জনি কাউকো গোল করে সমতা ফিরিয়েছেন। না হলে তালিকায় পিছিয়ে যেত বাগান। ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট পেল জুয়ান ফার্নান্দোর দল। এক ম্যাচ…