GT vs RR: ইডেনে মিলার ঝড়, হার্দিক তাণ্ডব! রাজস্থানকে উড়িয়ে ফাইনালে গুজরাত
দ্য ওয়াল ব্যুরো: বাংলার ক্রিকেটের নন্দন কাননে আইপিএল (IPL 2022) প্লে অফের প্রথম ম্যাচ ঘিরে ছিল তুমুল উত্তেজনা। শেষ হাসি হাসবে কারা? গুজরাতের শক্তি না রাজস্থানের রাজকীয়তা, কোনটা মুগ্ধ করবে ক্রিকেট প্রেমীদের? ম্যাচ শেষে বলাই চলে গুজরাতের…