পাইপ ফুটো হয়ে মাঠে গড়াচ্ছে ডিজেল, ঘরে তুলতে হুড়োহুড়ি পানাগড়ে
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মঙ্গলবার দুপুরে হঠাৎ হইচই দুর্গাপুরের ( Durgapur ) পানাগড়ে। মাটির নীচ দিয়ে যাওয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ( IOC ) তেলের পাইপ লিক ( Oil Pipe Leak ) করে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল ডিজেল।
বেলা একটা…