ইডেনে টি ২০ সিরিজও দখল করলেন রোহিতরা, ফের চুনকাম ক্যারিবিয়ানদের
দ্য ওয়াল ব্যুরো: বরাবর ভারতীয় ক্রিকেটে একটা কথা খুব চালু রয়েছে। বিদেশের মাঠে দল পর্যুদস্ত হওয়ার পরে দেশে ফিরে একটা কমজোরি দলের বিরুদ্ধে খেলিয়ে দিলেই বাজিমাত। আর কিছু চিন্তা করার দরকার নেই। ওই সিরিজ জিতলেই বিদেশের মাঠে হারের ঘটনা ভুলে যাবেন…