ভারতীয় শিবিরে করোনা হানা, বাতিলই হয়ে গেল চাইনিজ তাইপেদের বিরুদ্ধে মেয়েদের ম্যাচ
দ্য ওয়াল ব্যুরো: এএফসি এশিয়ান কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচ বাতিলই হয়ে গেল। কারণ নভি মুম্বইতে ভারতীয় মহিলা দলের শিবিরে করোনা হানা দেখা গিয়েছে। দলের বহু তারকা সংক্রমিত হয়েছেন। সেই জন্য রবিবার ম্যাচ শুরুর আগে দলের প্র্যাকটিসে দেখা যায়নি মেয়েদের।…