নৌসেনায় প্রথম দফার অগ্নিবীরদের ২০ শতাংশই মহিলা! নাবিক পদেও থাকবেন তাঁরা
দ্য ওয়াল ব্যুরো: অগ্নিপথ (Agnipath Scheme) প্রকল্প নিয়ে বিতর্কের মাঝেই ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) তরফে ঘোষণা করা হল, প্রথম দফায় নিযুক্ত মোট অগ্নিবীরদের মধ্যে ২০ শতাংশ হবেন মহিলা। নিয়ম ভেঙে নাবিক (Sailor) সহ অন্যান্য পদেও দেখা যাবে…